Breaking





Saturday, February 25, 2023

DRDO-তে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগ ২০২৩ | DRDO Diploma Apprentice Recruitment 2023

DRDO-তে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | অনলাইনে আবেদন শুরু 

DRDO-তে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | অনলাইনে আবেদন শুরু
DRDO-তে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগ
সুপ্রিয় পাঠকেরা,
ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)-এর তরফে DRDO Diploma Apprentice Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। গ্র্যাজুয়েট এপ্রেন্টিস, ডিপ্লোমা এপ্রেন্টিস সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন:- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বারGTRE/HRD/026/2023-24

  • পদের নামGraduate Apprentice Traineers (গ্র্যাজুয়েট এপ্রেন্টিস ট্রেনার্স)
  • মোট শুন্যপদ৭৫ টি
  • শিক্ষাগত যোগ্যতা ⬌ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্ৰ্যাজুয়েশন পাশ সহ B.E/ B.Tech করা থাকতে হবে।
  • বয়সসীমা ⬌ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

  • পদের নামDiploma Apprentice (ডিপ্লোমা এপ্রেন্টিস)
  • মোট শুন্যপদ২০ টি
  • শিক্ষাগত যোগ্যতা ⬌ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Engineering -এ Diploma করা থাকতে হবে।
  • বয়সসীমা ⬌ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

  • পদের নামITI Apprentice Traineers (আই.টি.আই এপ্রেন্টিস ট্রেনার্স)
  • মোট শুন্যপদ২৫ টি
  • শিক্ষাগত যোগ্যতা ⬌ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI Pass করে থাকতে হবে।
  • বয়সসীমা ⬌ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

  • পদের নামNon Engineering (নন ইঞ্জিনিয়ারিং)
  • মোট শুন্যপদ৩০ টি। (B.com-১০, B.Sc-০৫, B.A-০৫, BCA-০৫, BBA-০৫)
  • বয়সসীমা ⬌ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

আবেদন পদ্ধতি ⬌ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ⬌ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সবশেষে ফাইনাল সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ২৫শে ফেব্রুয়ারি ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ১৩ই মার্চ ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box