Breaking





Thursday, January 19, 2023

এইট পাশে রাজ্যে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি || WBNC Group D Assistant Recruitment Notification 2023

রাজ্যে গ্রুপ ডি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ || এইট পাশে আবেদন করুন 

রাজ্যে গ্রুপ ডি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ || এইট পাশে আবেদন করুন
রাজ্যে গ্রুপ ডি পদে চাকরি
প্রিয় পাঠকেরা,
পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের তরফে WBNC Group D Assistant Recruitment Notification 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মাধ্যমিক পাশে গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার5314/7/NC

পদের নামGroup D Assistant (গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট)

শিক্ষাগত যোগ্যতা ➣ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ➣ ১লা জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি ➣ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➣ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ➣The Registrar, West Bengal Nursing Council, Purta Bhavan, 3rd floor, Room No- 302, DF Block, Salt Lake City, Sec-I, Kolkata- 700091

নিয়োগ পদ্ধতি ➣ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ, কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন পক্রিয়া শুরু ১৮ই জানুয়ারি ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ২৭শে জানুয়ারি ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box