৫৩,৬০০ টাকা মাসিক বেতনে LIC-তে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | গ্র্যাজুয়েট পাশে আবেদন করুন
![]() |
গ্র্যাজুয়েট পাশে LIC-তে কর্মী নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ হইতে LIC AAO Recruitment Notification 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। গ্র্যাজুয়েট পাশে মোট ৩০০টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম ☞ Assistant Administrative Officers (অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স)।
মোট শূন্যপদ ☞ ৩০০ টি।
শিক্ষাগত যোগ্যতা ☞ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Bachelor’s Degree করা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ☞ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ☞ পে লেভেল অনুযায়ী ৫৩,৬০০ টাকা।
আবেদন পদ্ধতি ☞ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ☞ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
নিয়োগ পদ্ধতি ☞ প্রার্থীদের লিখিত পরীক্ষা (Preliminary & Main Exam)-এর মাধ্যমে নিয়োগ করানো হবে।
আবেদন ফি বা মূল্য ☞ আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৭০০ টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৮৫/- টাকা ধার্য করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ ☞
আবেদন পক্রিয়া শুরু | ১৫ই জানুয়ারি ২০২৩ |
আবেদন পক্রিয়া শেষ | ৩১শে জানুয়ারি ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ☞
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box