Breaking





Tuesday, February 07, 2023

মাধ্যমিক পাশে আর্মি অর্ডন্যাস্ন কর্পস সেন্টারে নিয়োগের বিজ্ঞপ্তি | AOC Tradesmen Mate Recruitment Notification 2023

আর্মি অর্ডন্যাস্ন কর্পস সেন্টারে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ১৯,৯০০ টাকা 

আর্মি অর্ডন্যাস্ন কর্পস সেন্টারে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ১৯,৯০০ টাকা
আর্মি অর্ডন্যাস্ন কর্পস সেন্টারে কর্মী নিয়োগ
প্রিয় পাঠকেরা,
কেন্দ্রীয় সরকারের আর্মি অর্ডন্যাস্ন কর্পস সেন্টার (AOC)-এর তরফে AOC Tradesmen Mate Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশে মোট ১,৭৯৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বারAOC/CRC/2023/JAN/AOC-02

পদের নামTradesmen Mate
মোট শূন্যপদ১২৪৯ টি। (UR-৫০৮, EWS-১২৪, OBC-৩৩৭, SC-১৮৭, ST-৯৩)
শিক্ষাগত যোগ্যতা ⤏ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা ⤏ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন ⤏ পে লেভেল অনুযায়ী ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা।

পদের নামFireman
মোট শূন্যপদ৫৪৪ টি
শিক্ষাগত যোগ্যতা ⤏ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা ⤏ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন ⤏ পে লেভেল অনুযায়ী ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।

আবেদন পদ্ধতি ⤏ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ⤏ www.aocrecruitment.gov.in -এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সবশেষে ফাইনাল সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি ⤏ প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ফিজিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে।

আবেদনের শেষ তারিখ ⤏ বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box