Breaking





Tuesday, February 07, 2023

ITBP-তে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি | ITBPF constable Recruitment Notification 2023

ITBP-তে কনস্টেবল পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ২১,৭০০ টাকা 

ITBP-তে কনস্টেবল পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ২১,৭০০ টাকা
ITBP-তে কনস্টেবল নিয়োগ
সুপ্রিয় বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স (ITBPF)-এর তরফে ITBPF constable Recruitment Notification 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে কনস্টেবল পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম : Constable (Genaral Duty)

মোট শূন্যপদ : ৭১ টি

যে সমস্ত বিভাগে কর্মী নিয়োগ করানো হবে : Athletic, Hockey, Kabaddi, Football, Volleyball, Gymnastics, Boxing, Wrestling, Judo, Equestrian

মাসিক বেতন : পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা।

আবেদন ফি বা মূল্য : Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন : নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি : প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন, ফিজিক্যাল স্ট্যান্ডারড টেস্ট ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করানো হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন পক্রিয়া শুরু ২০ই ফেব্রুয়ারি ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ২১শে মার্চ ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box