রাজ্যে রেল বিকাশ নিগম লিমিটেডে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ৫০,০০০ টাকা
![]() |
রেল বিকাশ নিগম লিমিটেডে কর্মী নিয়োগ |
প্রিয় বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের রেল বিকাশ নিগম লিমিটেডের পক্ষ থেকে RVNL Manager Recruitment Notification 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে ম্যানেজার পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ➔ RVNL/2023/INDENT/5/1
পদের নাম ➔ Manager (Civil)
শিক্ষাগত যোগ্যতা ➔ আবেদনকারীকে অবশ্যই Construction Organization -এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➔ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➔ পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ৫০,০০০ টাকা।
আবেদন পদ্ধতি ➔ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ➔ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে PDF Format -এ amit.kumar3@rvnl.org ইমেইল করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➔ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
নিয়োগ স্থান ➔ পশ্চিমবঙ্গের কলকাতা।
গুরুত্বপূর্ণ তারিখ ➔
আবেদন পক্রিয়া শুরু | ইতিমধ্যেই শুরু হয়ে গেছে |
আবেদন পক্রিয়া শেষ | ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ➔
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box