Breaking





Saturday, February 11, 2023

ব্যাংক অফ ইন্ডিয়াতে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | Bank of India Probationary Officer Recruitment 2023

৫০০টি শূন্যপদে ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন 

৫০০টি শূন্যপদে ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন
ব্যাংক অফ ইন্ডিয়ায় প্রচুর কর্মী নিয়োগ
প্রিয় পাঠকেরা,
ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে Bank of India Probationary Officer Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট 500টি শূন্যপদে ক্রেডিট অফিসার ও আইটি অফিসার পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামCredit Officer (ক্রেডিট অফিসার)
মোট শূন্যপদ৩৫০ টি। (UR-১৩৫, EWS-৩৫, OBC-৯৭, ST-৩০, SC-৫৩)
শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation (A Degree) করা থাকতে হবে।
বয়সসীমা ➟ প্রার্থীর বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ➟ পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ৩৬,০০০ থেকে ৬৩,৮৪০ টাকা।

পদের নামIT Officer (আইট অফিসার)
মোট শূন্যপদ১৫০ টি। (UR-৬৩, EWS-১৩, OBC-৪১, ST-১০, SC-২৩)
শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Computer Science/ Computer Application/ Information Technology/ Electronics/ Electronics and Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation -এ Engineering/ Technology -তে Digree করা থাকতে হবে।
বয়সসীমা ➟ প্রার্থীর বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ➟ পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ৩৬,০০০ থেকে ৬৩,৮৪০ টাকা।

আবেদন ফি বা মূল্য ➟ GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ৮৫০ টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ১৭৫ টাকা।

আবেদন পদ্ধতি ➟ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➟ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন পক্রিয়া শুরু ১১ই ফেব্রুয়ারি ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ২৫শে ফেব্রুয়ারি ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box