রাজ্যে নতুন করে আশা কর্মী নিয়োগ | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
রাজ্যে মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ |
নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের উপস্বাস্থ্য কেন্দ্রের তরফে Malda District Asha Karmi Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মাধ্যমিক পাশে আশা কর্মী পদে নিয়োগ করানো হবে।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ⬄ 400-XIV/2022-23(13)
পদের নাম ⬄ Asha Karmi (আশা কর্মী)।
মোট শূন্যপদ ⬄ ১৩ টি।
শিক্ষাগত যোগ্যতা ⬄ মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অন্যান্য যোগ্যতা ⬄ আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে। কেবল বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদনের যোগ্য। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীকে গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ⬄ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি ⬄ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ⬄ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ⬄
আবেদন পক্রিয়া শুরু | ৬ই ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদন পক্রিয়া শেষ | ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ⬄
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box