Breaking





Thursday, February 09, 2023

মাধ্যমিক পাশে রাজ্যে MTS নিয়োগের বিজ্ঞপ্তি | Indian Army HQ 22 Group C Recruitment 2023

রাজ্যে মাধ্যমিক পাশে MTS পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ১৮,০০০ টাকা 

রাজ্যে মাধ্যমিক পাশে MTS পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ১৮,০০০ টাকা
রাজ্যে মাধ্যমিক পাশে MTS নিয়োগ
প্রিয় পাঠকেরা,
কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান আর্মির তরফে Indian Army HQ 22 Group C Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মাধ্যমিক পাশে মোট ১৩৫টি শূন্যপদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামIndian Army HQ 22 Group C

যে সমস্ত পদে নিয়োগ করানো হবেMTS (Safaiwala-২৮, Massenger-০৩), Mess Waiter-২২, Barber-০৯, Washer Man-১১, Masalchi-১১, Cooks-৫১

মোট শূন্যপদ১৩৫ টি

শিক্ষাগত যোগ্যতা ⇰ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ⇰ উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

মাসিক বেতন ⇰ পে লেভেল অনুযায়ী ১৮,০০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।

আবেদন পদ্ধতি ⇰ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ⇰ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ⇰ Group Of Commandar, HQ 22 Movement Control Group, Pin-900328, C/o 99 APO.

নিয়োগ পদ্ধতি ⇰ প্রার্থীদের লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল ও ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে।

নিয়োগ স্থান ⇰ পশ্চিমবঙ্গ, আসাম, আন্দামান এবং নিকোবার, অরুণাচল প্রদেশ ও মনিপুর।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন পক্রিয়া শুরু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন পক্রিয়া শেষ ৩রা মার্চ ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box