কলকাতা মেট্রো রেলে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
কলকাতা মেট্রোরেলে কর্মী নিয়োগ |
সুপ্রিয় বন্ধুরা,
রাজ্যে কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে Kolkata Metro Rail Apprentice Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে প্রশিক্ষণের মাধ্যমে মোট ১২৫টি শূন্যপদে এপ্রেন্টিস পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ↣ 01/23/Metro Railway/ Kolkata
পদের নাম ↣ Apprentice (এপ্রেন্টিস)।
মোট শূন্যপদ ↣ ১২৫ টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করানো হবে ↣ Fitter, Electrician, Machinist, Welder.
শিক্ষাগত যোগ্যতা ↣ যেকোনো ১০+২ সিস্টেমে থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ↣ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
মাসিক স্টাইপেন্ড ↣ প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন পদ্ধতি ↣ ইচ্ছুক প্রার্থীদের অনলাইন ও অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ↣ প্রথমে apprenticeshipindia.org -এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ↣ Dy. CPO, Metro Railway, Metro Rail Bhavan, 33/1, J.L. Nehru Road, Kolkata - 700071.
নিয়োগ পদ্ধতি ↣ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশের ভিত্তিতে নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ↣
আবেদন পক্রিয়া শুরু | ইতিমধ্যেই শুরু হয়ে গেছে |
আবেদন পক্রিয়া শেষ | ৬ই মার্চ ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ↣
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
রেজিস্ট্রেশন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box