Breaking





Tuesday, February 28, 2023

কেন্দ্রীয় সরকারের জল শক্তিতে কর্মী নিয়োগ | Jal Shakti Director Head of Institute Recruitment 2023

কেন্দ্রীয় সরকারের জল শক্তিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ১,৪৪,২০০ টাকা 

কেন্দ্রীয় সরকারের জল শক্তিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ১,৪৪,২০০ টাকা
কেন্দ্রীয় সরকারের জল শক্তিতে কর্মী নিয়োগ
নমস্কার বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ জল শক্তির তরফে Jal Shakti Director Head of Institute Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ডিরেক্টর এবং হেড অফ ইনস্টিটিউট পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার :: W-11041/39/2021-JJM-II

পদের নাম :: Director & Head Of Institute

শিক্ষাগত যোগ্যতা :: যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.Tech (Civil/ Chemical) সহ পরিবেশগত বিষয়ে M.Tech Engineering করা থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা :: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

মাসিক বেতন :: পে লেভেল অনুযায়ী ১,৪৪,২০০ থেকে ২,১৮,২০০ টাকা।

আবেদন পদ্ধতি :: ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন :: প্রার্থীকে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :: Under Secretary, Department of Drinking Water & Sanitation, 4th Floor, Antodaya Bhawan, CGO Complex, Lodhi Road, New Delhi – 110003

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ :: ২০ই মার্চ ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box