Breaking





Tuesday, February 28, 2023

মাধ্যমিক পাশে রাজ্যের মিউজিয়ামে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | NCSM Technical Assistant Recruitment 2023

রাজ্যের মিউজিয়ামে মাধ্যমিক পাশে চাকরি | মাসিক বেতন ২৯,০০০ টাকা 

রাজ্যের মিউজিয়ামে মাধ্যমিক পাশে চাকরি | মাসিক বেতন ২৯,০০০ টাকা
রাজ্যের মিউজিয়ামে কর্মী নিয়োগ
প্রিয় পাঠকেরা,
রাজ্যের ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়ামের তরফে NCSM Technical Assistant Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। নূন্যতম মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার02/2023

  • পদের নাম ☛ Office Assistant Gr. III
  • মোট শূন্যপদ ☛ ০৪ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ☛ উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা ☛ প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
  • মাসিক বেতন ☛ ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।

  • পদের নাম ☛ Artist A
  • মোট শূন্যপদ ☛ ০১ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ☛ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Commercial Art/ Fine -এ দু বছরের ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা ☛ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • মাসিক বেতন ☛ ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।

  • পদের নাম ☛ Technical A
  • মোট শূন্যপদ ☛ ১৫ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ☛ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI পাশ করে থাকতে হবে।
  • বয়সসীমা ☛ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • মাসিক বেতন ☛ ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।

  • পদের নাম ☛ Technical Assistant A
  • মোট শূন্যপদ ☛ ০২ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ☛ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Electronics/ Computer Science -এ ৩ বছরের Diploma করে থাকতে হবে।
  • বয়সসীমা ☛ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • মাসিক বেতন ☛ ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা।

  • পদের নাম ☛ Exhibition Assistant A
  • মোট শূন্যপদ ☛ ০২ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ☛ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Visual Art/ Fine Arts/ Commercial Arts -এ Bachelor’s Degree করা থাকতে হবে ।
  • বয়সসীমা ☛ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • মাসিক বেতন ☛ ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা।

  • পদের নাম ☛ Education Assistant A
  • মোট শূন্যপদ ☛ ০১ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ☛ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Chemistry , Mathematics, Environmental Science, Bio Technology সহ বিজ্ঞান বিষয়ে Bachelor’s Degree করা থাকতে হবে।
  • বয়সসীমা ☛ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • মাসিক বেতন ☛ ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা।

আবেদন ফি বা মূল্য ☛ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৮৮৫ টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরকম আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি ☛ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ☛ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন প্রক্রিয়া শেষ ২৭শে মার্চ ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box