হলদিয়া দপ্তরে ইন্ডিয়ান ওয়েলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | অনলাইনে আবেদনে শুরু
![]() |
হলদিয়া দপ্তরে ইন্ডিয়ান ওয়েলে চাকরি |
সুপ্রিয় বন্ধুরা,
ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)-এর তরফে Indian Oil Corporation Haldia Executive Level Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ⇒ RD/FTE-2023
পদের নাম ⇒
- Executive Level L1
- Executive Level L2
মোট শূন্যপদ ⇒ ১০৬ টি।
- Executive Level L1 - ৯৬
- Executive Level L2 - ১০
শিক্ষাগত যোগ্যতা ⇒ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mechanical Engineering/ Electrical Engineering/ Civil Engineering -এ B.E/ B Tech করা থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ⇒
- Executive Level L1 পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- Executive Level L2 পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
- সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ⇒
- Executive Level L1 পদের ক্ষেত্রে বার্ষিক ১২ লক্ষ টাকা।
- Executive Level L2 পদের ক্ষেত্রে বার্ষিক ১৬ লক্ষ টাকা।
আবেদন ফি বা মূল্য ⇒ General, OBC, EWS প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা। এবং SC, ST, PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি ⇒ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ⇒ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম, ঠিকানা, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
নিয়োগ পদ্ধতি ⇒ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
নিয়োগ স্থান ⇒ পশ্চিমবঙ্গের হলদিয়া, অসাম, বিহার, গুজরাট, হরিয়ানা ও ওড়িশা।
গুরুত্বপূর্ণ তারিখ ⇒
আবেদন প্রক্রিয়া শুরু | ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২২শে মার্চ ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ⇒
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box