Breaking





Thursday, March 09, 2023

এয়ার ইন্ডিয়াতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ ২০২৩ | AIESL Aircrafts Technician Recruitment 2023

৩২৫টি শূন্যপদে এয়ারক্রাফট টেকনিশিয়ান পদে নিয়োগ | মাসিক বেতন ২৫,০০০ টাকা 

৩২৫টি শূন্যপদে এয়ারক্রাফট টেকনিশিয়ান পদে নিয়োগ | মাসিক বেতন ২৫,০০০ টাকা
এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ
নমস্কার বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের তরফে AIESL Aircrafts Technician Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট 325টি শূন্যপদে Aircrafts Technician পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার AIESL/NR/HR

পদের নাম Aircrafts Technician (এয়ারক্রাফট টেকনিশিয়ান)।

মোট শূন্যপদ ৩২৫ টি।

যে সমস্ত পদে নিয়োগ করানো হবে Maintenance/ Overhaul, Electrical, Instrumental, Radio, Fitter/ Sheet Metal, Carpenter, Upholster, Painter, Welder, Mechinist, X-ray.

শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উল্লেখিত পদ অনুযায়ী  ITI/ Diploma (Engineering Discipline) করে থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

মাসিক বেতন প্রতিমাসে ২৫,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি ইচ্ছুক প্রার্থীদের নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে সঠিক সময়ের মধ্যে উপস্থিত থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি প্রার্থীদের Trade/ Skill Test and Personal Interview-এর মাধ্যমে নিয়োগ করানো হবে।

ইন্টারভিউয়ের স্থান Personnel Department, A-320 Avionics Complex, (Near New Cuost House) IGI Airport Terminal-II, New Delhi- 110037.

ইন্টারভিউয়ের তারিখ ৩১শে মার্চ ও ১১ই এপ্রিল ২০২৩

ইন্টারভিউয়ের সময় সকাল ৯.৩০ টা।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন পত্র ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box