Breaking





Thursday, March 09, 2023

উচ্চমাধ্যমিক পাশে মিটার রিডার পদে কর্মী নিয়োগ ২০২৩ | ICSIL Meter Reader Recruitment 2023

৫৮৩টি শূন্যপদে মিটার রিডার পদে চাকরির বিজ্ঞপ্তি | উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন 

৫৮৩টি শূন্যপদে মিটার রিডার পদে চাকরির বিজ্ঞপ্তি | উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন
মিটার রিডার পদে কর্মী নিয়োগ
প্রিয় পাঠকেরা,
ইন্টেলিজেন্ট কমিউনিকেশন সিস্টেম ইন্ডিয়া লিমিটেডের তরফে ICSIL Meter Reader Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। উচ্চমাধ্যমিক পাশে মোট 583টি শূন্যপদে মিটার রিডার ও ফিল্ড সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

  • পদের নামMeter Readers (মিটার রিডার)
  • মোট শূন্যপদ৪৮৬ টি
  • শিক্ষাগত যোগ্যতা ➣ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
  • বয়সসীমা ➣ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
  • মাসিক বেতন ➣ প্রতিমাসে ২০,৩৫৭ টাকা।

  • পদের নামField Supervisor (ফিল্ড সুপারভাইজার)
  • মোট শূন্যপদ৯৭ টি
  • শিক্ষাগত যোগ্যতা ➣ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে স্নাতক পাশ করে থাকতে হবে।
  • বয়সসীমা ➣ প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • মাসিক বেতন ➣ প্রতিমাসে ২২,১৪৬ টাকা।

আবেদন ফি বা মূল্য ➣ আবেদন ফি বাবদ ১,০০০ টাকা ধার্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি ➣ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➣ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন পক্রিয়া শুরু ৭ই মার্চ ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ১০ই মার্চ ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box