কোচবিহার জেলায় আশা কর্মী নিয়োগ | coochbehar District Anganwadi Worker Recruitment 2023
![]() |
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
কোচবিহার জেলার শিশু উন্নয়ন প্রকল্পের তরফে Anganwadi Worker and Helper Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মাধ্যমিক পাশে মোট ৩১০টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ করানো হবে।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ☞ B-2/MMS/M.V Mechanic/ 2022-23
পদের নাম ☞
- Anganwadi Karmi (অঙ্গনওয়াড়ি কর্মী)
- Anganwadi Helper (অঙ্গনওয়াড়ি সহায়িকা)
মোট শূন্যপদ ☞ ৩১০ টি।
শিক্ষাগত যোগ্যতা ☞
- অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে।
- অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
- এছাড়াও প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ☞ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
আবেদন পদ্ধতি ☞ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ☞ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সবশেষে ফাইনাল সাবমিট করতে হবে।
নিয়োগ পদ্ধতি ☞ প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
নিয়োগ স্থান ☞ কোচবিহার জেলার তুফানগঞ্জ-১, কোচবিহার-১, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, সিতাই গ্রাম পঞ্চায়েত এলাকায় নিয়োগ করানো হবে।
আবেদনের শেষ তারিখ ☞ ১৭ই এপ্রিল ২০২৩
অফিশিয়াল নোটিফিকেশন ☞
Tufanganj-I (Main) : Download
Tufanganj-I (Additional) : Download
Tufanganj-II (Additional) : Download
Coochbehar-II (Main) : Download
Coochbehar-II (Additional) : Download
Mekhliganj : Download
Haldibari : Download
Sitai : Download
Apply Online : Click Here
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box