Breaking





Thursday, March 30, 2023

ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ ২০২৩ | India Post Skilled Artisan Recruitment 2023

ভারতীয় পোস্ট অফিসে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাসিক বেতন ১৯,৯০০ টাকা 

ভারতীয় পোস্ট অফিসে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাসিক বেতন ১৯,৯০০ টাকা
ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ
নমস্কার বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফে India Post Skilled Artisan Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে এইট পাশে স্কীলড আর্টিসান পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বারB-2/MMS/M.V Mechanic/ 2022-23

পদের নামSkilled Artisan (M.V Mechanic)

মোট শূন্যপদ০১ টি

শিক্ষাগত যোগ্যতা ➣ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইট পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের ট্রেড পাশ সাটিফিকেট সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ➣ প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন ➣ পে লেভেল অনুযায়ী ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।

আবেদন পদ্ধতি ➣ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➣ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ➣ The Manager, Mail Motor Service, GPO Building, Sector 17 D, Chandigarh-160017

আবেদনের শেষ তারিখ ➣ ১৪ই এপ্রিল ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box