ISRO-তে মাধ্যমিক পাশে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাসিক বেতন ৪৪,৯০০ টাকা
![]() |
ISRO-তে কর্মী নিয়োগ 2023 |
প্রিয় বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র তরফে ISRO Technical Assistant Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মাধ্যমিক পাশে টেকনিকাল অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ➟ IPRC/RTM/2023/01
- পদের নাম ➟ Technical Assistant
- মোট শূন্যপদ ➟ ২৪ টি।
- যে সমস্ত পদে নিয়োগ করানো হবে ➟ Mechanical, Electrical, Electronics and Communication, Computer Science, Civil.
- শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে Engineering -এ Diploma করে থাকতে হবে।
- বয়সসীমা ➟ ২৪শে এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ➟ প্রতিমাসে ৪৪,৯০০ টাকা।
- পদের নাম ➟ Technician B
- মোট শূন্যপদ ➟ ২৯ টি।
- যে সমস্ত ট্রেডে নিয়োগ করানো হবে ➟ Fitter, Electronic Mechanic, Welder, Refrigeration & AC, Electrician, Plumber.
- শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করা থাকতে হবে।
- বয়সসীমা ➟ ২৪শে এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ➟ প্রতিমাসে ২১,৭০০ টাকা।
- পদের নাম ➟ Draughtsman B (Civil)
- মোট শূন্যপদ ➟ ০১ টি।
- শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ Draughtsman (Civil)-এ ITI কোর্স করা থাকতে হবে।
- বয়সসীমা ➟ ২৪শে এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ➟ প্রতিমাসে ২১,৭০০ টাকা।
- পদের নাম ➟ Heavy Vehicles Driver
- মোট শূন্যপদ ➟ ০৫ টি।
- শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ HMV Driving Licence থাকতে হবে।
- বয়সসীমা ➟ ২৪শে এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ➟ প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
- পদের নাম ➟ Light Vehicle Drive
- মোট শূন্যপদ ➟ ০২ টি।
- শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ LVC Driving Licence থাকতে হবে।
- বয়সসীমা ➟ ২৪শে এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ➟ প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
- পদের নাম ➟ Fireman A
- মোট শূন্যপদ ➟ ০১ টি।
- শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
- বয়সসীমা ➟ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ➟ প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
আবেদন ফি বা মূল্য ➟ Technical Assistant পদের ক্ষেত্রে ৭০০টাকা ও বাকি সমস্ত পদের ক্ষেত্রে ৫০০ টাকা।
আবেদন পদ্ধতি ➟ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ➟ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ➟
আবেদন প্রক্রিয়া শুরু | ইতিমধ্যেই শুরু হয়ে গেছে |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৪শে এপ্রিল ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ➟
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box