Breaking





Monday, March 27, 2023

উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে কর্মী নিয়োগ ২০২৩ | BECIL Lab Technician Recruitment 2023

উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে কর্মী নিয়োগ ২০২৩ | BECIL Lab Technician Recruitment 2023 

উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে কর্মী নিয়োগ ২০২৩ | BECIL Lab Technician Recruitment 2023
BECIL-এ কর্মী নিয়োগ 2023
প্রিয় পাঠকেরা,
কেন্দ্রীয় সরকারের BECIL-এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে ল্যাব টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার ✏ BECIL/AAICLAS/Advt.2023/258

পদের নাম ✏ Lab Technician (ল্যাব টেকনিশিয়ান)

মোট শূন্যপদ ✏ ০৫ টি।

শিক্ষাগত যোগ্যতা ✏ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ সহ Medical Lab Technology-তে Diploma করা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ✏ প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

মাসিক বেতন ✏ প্রতিমাসে ২৬,১০০ টাকা।

আবেদন ফি বা মূল্য ✏ General/ OBC/ Ex-servicemen/ Women প্রার্থীদের ক্ষেত্রে ৮৮৫ টাকা (প্রতিটি অতিরিক্ত পদের জন্য ৫০০ টাকা)।
EWS/PH প্রার্থীদের ক্ষেত্রে ৫৯০টাকা (প্রতিটি অতিরিক্ত পদের জন্য ৩৫৪ টাকা)।

আবেদন পদ্ধতি ✏ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ✏ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি ✏ প্রার্থীদের স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।

নিয়োগ স্থান ✏ কলকাতা, পশ্চিমবঙ্গ।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন প্রক্রিয়া শেষ ৬ই এপ্রিল ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box