Breaking





Sunday, March 26, 2023

রাজ্যের IRCTC-তে কর্মী নিয়োগ | IRCTC Tourism Monitors Recruitment 2023

রাজ্যে IRCTC-তে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ | মাসিক বেতন ৩০,০০০ টাকা 

রাজ্যে IRCTC-তে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ | মাসিক বেতন ৩০,০০০ টাকা
রাজ্যে IRCTC-তে কর্মী নিয়োগ 2023
সুপ্রিয় বন্ধুরা,
রাজ্যে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC)-এর পক্ষ থেকে IRCTC Tourism Monitors Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে ট্যুরিজম মনিটরস পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার2023/IRCTC/HRD/EZ/Rectt.-I/Tourism Monitors

পদের নামTourism Monitors (ট্যুরিজম মনিটরস)

মোট শূন্যপদ৮ টি

শিক্ষাগত যোগ্যতা ☛ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ট্যুরিজম ৩ বছরের ব্যাচেলার ডিগ্ৰী অথবা ৩ বছরের ব্যাচেলার ডিগ্ৰী সহ ১ বছরের ট্রাভেল এন্ড ট্যুরিজমে ডিপ্লোমা করা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ☛ ১লা এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

মাসিক বেতন ☛ প্রতিমাসে ৩০,০০০ টাকা।

আবেদন পদ্ধতি ☛ ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপরে পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে সঠিক সময়ের মধ্যে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউয়ের স্থান ☛ Hotel Polo Floater 9, Jetty, 10 Strand Road, B.B.D. Bagh, Kolkata- 700001.

ইন্টারভিউয়ের তারিখ ☛ ৫ই এপ্রিল ২০২৩ ও ৬ই এপ্রিল ২০২৩

নিয়োগ স্থান ☛ Guwahati, Bihar, Kolkata

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box