ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাসিক বেতন ৪০,০০০ টাকা
![]() |
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ |
নমস্কার বন্ধুরা,
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে FCI Assitant General Manager Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
- পদের নাম ➞ AGM (CE)
- মোট শূন্যপদ ➞ ২৬ টি।
- শিক্ষাগত যোগ্যতা ➞ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইন্জিনিয়ারিং -এ ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- মাসিক বেতন ➞ ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা।
- পদের নাম ➞ AGM (EM)
- মোট শূন্যপদ ➞ ২০ টি।
- শিক্ষাগত যোগ্যতা ➞ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং -এ ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- মাসিক বেতন ➞ ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা।
আবেদন পদ্ধতি ➞ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ➞ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ➞ to the Deputy General Manager(Estt-I), Food Corporation of India, Headquarters, 16-20 Barakhamba Lane, New Delhi-110001
নিয়োগ স্থান ➞ Delhi/NCR, Chennai, Mumbai, Kolkata, Guwahati, Chandigarh, Shimla, Jaipur, Lucknow, J&K, Dehradun, Panchkula, Bangalore, Amravati, Hyderabad, Ahmedabad, Raipur, Bhopal, Patna, Ranchi, Bhubaneshwar, Shillong, Itanagar, Imphal, Dimapur etc.
আবেদনের শেষ তারিখ ➞ ৩রা এপ্রিল ২০২৩
গুরুত্বপূর্ণ লিংক ➞
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box