ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে চাকরির বিজ্ঞপ্তি | মাসিক বেতন ১৯,৯০০ টাকা
![]() |
IGNOU-তে কর্মী নিয়োগ 2023 |
প্রিয় পাঠকেরা,
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU)-এর পক্ষ থেকে IGNOU Junior Assistant Cum Typist Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ২০০টি শুন্যপদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম ➣ Junior Assistant-cum-Typist (JAT)
মোট শূন্যপদ ➣ ২০০ টি।
- UR - ৮৩
- SC - ২৯
- ST - ১২
- OBC - ৫৫
- EWS - ২১
শিক্ষাগত যোগ্যতা ➣ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটারে ইংরেজি ও হিন্দিতে টাইপিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➣ প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ➣ পে লেভেল অনুযায়ী ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।
আবেদন ফি বা মূল্য ➣
- Unreserved/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০০ টাকা
- SC/ ST/ Female প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা।
- PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি ➣ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➣ প্রার্থীদের CBT Test, Skill Test/ Typing Test-এর মাধ্যমে নিয়োগ করানো হবে।
পরিক্ষা কেন্দ্র ➣ পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়ি।
গুরুত্বপূর্ণ তারিখ ➣
আবেদন প্রক্রিয়া শুরু | ২২শে মার্চ ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২০ই এপ্রিল ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ➣
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box