Breaking





Friday, March 24, 2023

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ ২০২৩ | WBHRB Ayurvedic Pharmacist Recruitment 2023

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাসিক বেতন ৫৬,১০০ টাকা 

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাসিক বেতন ৫৬,১০০ টাকা
স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
প্রিয় বন্ধুরা,
রাজ্যের হেলথ রেক্রুটমেন্ট বোর্ডের তরফে WBHRB Ayurvedic Pharmacist Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ১৪৮টি শুন্যপদে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট সহ আরো অন্যান্য পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

  • বিজ্ঞপ্তি নাম্বার ⬄ R/Ayurvedic Pharmacist/7/2023
  • পদের নাম ⬄ Ayurvedic Pharmacist (আয়ুর্বেদিক ফার্মাসিস্ট)
  • মোট শুন্যপদ ⬄ ৩৫ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ⬄ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Ayurvedic Pharmacist -এ Diploma করা থাকতে হবে।
  • বয়সসীমা ⬄ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৯ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
  • মাসিক বেতন ⬄ ২৭,০০০ থেকে ৬৯,৮০০ টাকা।

  • বিজ্ঞপ্তি নাম্বার ⬄ R/General Service, Senior Chemist/6/2023
  • পদের নাম ⬄ Senior Chemist (সিনিয়র কেমিস্ট)
  • মোট শুন্যপদ ⬄ ০৩ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ⬄ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Chemistry/ Biochemistry/ Dairy Chemistry/ Food Technology -তে মাস্টার ডিগ্রী করা থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা ⬄ প্রার্থীর বয়স ২১ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
  • মাসিক বেতন ⬄ ৪২,৬০০ থেকে ১,০৯,৮০০ টাকা।

  • বিজ্ঞপ্তি নাম্বার ⬄ R/ Dental Surgeon_WBDS/8/2023
  • পদের নাম ⬄ Dental Surgeon (ডেন্টাল সার্জন)
  • মোট শুন্যপদ ⬄ ৪৪ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ⬄ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে BDS-এ ডিগ্রী করা থাকতে হবে।
  • বয়সসীমা ⬄ প্রার্থীর বয়স ২২ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
  • মাসিক বেতন ⬄ ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০ টাকা।

  • বিজ্ঞপ্তি নাম্বার ⬄ R/Dental Surgeon cum-Clinical Tutors / Demonstrators_WBDES/9/2023
  • পদের নাম ⬄ Dental Surgeon and Clinical Tutors/ Demonstrator
  • মোট শুন্যপদ ⬄ ৬৬ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ⬄ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে BDS, MDS-এ ডিগ্রী করা থাকতে হবে।
  • বয়সসীমা ⬄ প্রার্থীর বয়স ২২ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
  • মাসিক বেতন ⬄ ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০ টাকা।

আবেদন ফি বা মূল্য
  • Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ২১০ টাকা।
  • SC/ ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি ⬄ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ⬄ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

★ এই নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনগুলি দেখুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ১৭ই মার্চ ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ৩১শে মার্চ ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
Ayurvedic Pharmacist Download
Dental Surgeon Download
Senior Chemist Download
Dental Surgeon and Clinical
Tutors / Demonstrator
Download
Apply Now Click Here
Official Website Click Here

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box