Breaking





Thursday, March 23, 2023

সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটে কর্মী নিয়োগ | CPRI Engineering Assistant Recruitment 2023

CPRI-তে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ | স্নাতক পাশে আবেদন করুন 

CPRI-তে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ | স্নাতক পাশে আবেদন করুন
CPRI-তে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
সুপ্রিয় পাঠকেরা,
সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে CPRI Engineering Assistant Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ৯৯টি শুন্যপদে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার ➠ CPRI/01/2023

  • পদের নাম ➠ Engineering Office Grade I (ইন্জিনিয়ারিং অফিস গ্রেড-১)।
  • মোট শুন্যপদ ➠ ৪০ টি। (UR-১৪, EWS-০৪, SC-০৫, ST-০২, OBC-১৫)
  • শিক্ষাগত যোগ্যতা ➠ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.E/ B.tech সহ Gate Score করা থাকতে হবে।
  • মাসিক বেতন ➠ প্রতিমাসে ৪৪,৯০০ টাকা।

  • পদের নাম ➠ Scientific Assistant (সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট)।
  • মোট শুন্যপদ ➠ ০৪ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ➠ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.sc (Chemistry)/ Engineering -এ Diploma করা থাকতে হবে।
  • মাসিক বেতন ➠ প্রতিমাসে ৩৫,৪০০ টাকা।

  • পদের নাম ➠ Engineering Assistant (ইন্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট)।
  • মোট শুন্যপদ ➠ ১৩ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ➠ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.sc (Chemistry)/ Engineering -এ Diploma করা থাকতে হবে।
  • মাসিক বেতন ➠ প্রতিমাসে ৩৫,৪০০ টাকা।

  • পদের নাম ➠ Technical Grade I (টেকনিক্যাল গ্রেড-১)।
  • মোট শুন্যপদ ➠ ২৪ টি। (UR-০৪, EWS-০২, OBC-১৪)
  • শিক্ষাগত যোগ্যতা ➠ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI Course করা থাকতে হবে।
  • মাসিক বেতন ➠ প্রতিমাসে ১৯,৯০০ টাকা।

  • পদের নাম ➠ Assistant Grade II (অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২)।
  • মোট শুন্যপদ ➠ ১৮ টি। (UR-০৮, EWS-০২, SC-০৩, OBC-০৫)
  • শিক্ষাগত যোগ্যতা ➠ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট সহ টাইপিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • মাসিক বেতন ➠ প্রতিমাসে ২৫,৫০০ টাকা।

আবেদন পদ্ধতি ➠ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➠ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সবশেষে ফাইনাল সাবমিট করতে হবে।

★ এই নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ২৫শে মার্চ ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ১৪ই এপ্রিল ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box