Breaking





Wednesday, March 22, 2023

২,৮৫৯টি শূন্যপদে কর্মচারী ভবিষ্যত তহবিল সংস্থায় নিয়োগ | EPFO Social Security Assistant Recruitment 2023

উচ্চমাধ্যমিক পাশে কর্মচারীদের ভবিষ্যত তহবিল সংস্থায় চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ | মাসিক বেতন ২৯,২০০ টাকা 

উচ্চমাধ্যমিক পাশে কর্মচারীদের ভবিষ্যত তহবিল সংস্থায় চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ | মাসিক বেতন ২৯,২০০ টাকা
কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থায় নিয়োগ
প্রিয় বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর তরফে EPFO Social Security Assistant Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশে 2859টি শুন্যপদে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্ট্রেনোগ্ৰাফার নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

  • পদের নাম ☞ Social Security Assistant (সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট)।
  • মোট শুন্যপদ ☞ ২,৬৭৪ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ☞ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Bachelor’s Degree সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা ☞ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
  • মাসিক বেতন ☞ ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা।

  • পদের নাম ☞ Stenographer (স্ট্রেনোগ্ৰাফার)।
  • মোট শুন্যপদ ☞ ১৮৫ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ☞ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা ☞ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
  • মাসিক বেতন ☞ ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।

আবেদন পদ্ধতি ☞ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি বা মূল্য ☞ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৭০০ টাকা ও SC/ ST/ PWD/ Female প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন ফি লাগবে না।

আবেদন কীভাবে করবেন ☞ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আবেদনকারীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি ☞ প্রার্থীদের লিখিত পরীক্ষা (Prelims and Mains) ও Skill Test-এর মাধ্যমে নিয়োগ করানো হবে।

✰ এই নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ২৭শে মার্চ ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ২৬শে এপ্রিল ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box