বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি | BSK New Recruitment Notification 2023
![]() |
বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ ২০২৩ |
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে Bangla Sahayata Kendra Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ২,৯২২টি শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করানো হবে।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ➟
21-PAR (BSK)/ BSK-57/2022
পদের নাম ➟
Data Entry Operator (ডাটা এন্ট্রি অপারেটর)।
মোট শূন্যপদ ➟
২,৯২২ টি।
শিক্ষাগত যোগ্যতা ➟
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➟
বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন ➟
রাজ্যে সরকারের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি ➟
প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ ➟
আবেদনের শুরু ও শেষ তারিখ অফিশিয়াল নোটিফিকেশনে উল্লেখ নেই।
নিয়োগ পদ্ধতি ➟
প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করানো হবে।
নিয়োগ স্থান ➟
পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ণ লিংক ➟
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box