মাধ্যমিক পাশে CRPF কনস্টেবল নিয়োগ 2023 | CRPF Constable Recruitment 2023
![]() |
সিআরপিএফ কনস্টেবল নিয়োগ ২০২৩ |
নমস্কার বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্সের তরফে CRPF Constable Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে ৯২১২টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা পুরুষ এবং মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম ➱ কনস্টেবল (ট্রেডসম্যান / টেকনিক্যাল)।
মোট শূন্যপদ ➱ ৯,২১২টি।
- পুরুষ - ৯১০৫ টি।
- মহিলা - ১০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা ➱ আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➱ ১লা আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ➱ ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা।
নিয়োগ পদ্ধতি ➱
- কম্পিউটার বেসেড টেস্ট
- ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST)
- ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET)
- ট্রেডে টেস্ট
- মেডিকেল টেস্ট
- ডকুমেন্ট ভেরিফিকেশন
আবেদন ফি বা মূল্য ➱ GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোন টাকা লাগবে না।
আবেদন পদ্ধতি ➱ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পরিক্ষা কেন্দ্র ➱ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি ও সুরি।
গুরুত্বপূর্ণ তারিখ ➱
আবেদন প্রক্রিয়া শুরু | ২৭শে মার্চ ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৪শে এপ্রিল ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ➱
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box