Breaking





Friday, March 17, 2023

রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ ২০২৩ | West Bengal Agriculture Department Recruitment 2023

রাজ্যে কৃষি দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | স্নাতক পাশে আবেদন করুন 

রাজ্যে কৃষি দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | স্নাতক পাশে আবেদন করুন
রাজ্যে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ 2023
প্রিয় পাঠকেরা,
কেন্দ্রীয় সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফে WB Agriculture Department Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে চুক্তিভিত্তিতে টেকনিক্যাল এক্সপার্ট, ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার47/P/WCDC

  • পদের নাম ➠ Technical Expert
  • মোট শূন্যপদ ➠ ০১ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ➠ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Field of Agriculture/ Horticulture/ Animal Husbandry/ Forestry-তে Bachelor Degree সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা ➠ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।
  • মাসিক বেতন ➠ প্রতিমাসে ২৫,০০০ টাকা।

  • পদের নাম ➠ Data Entry Operator
  • মোট শূন্যপদ ➠ ০১ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ➠ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা ➠ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।
  • মাসিক বেতন - প্রতিমাসে ৭,৫০০ টাকা।

  • পদের নাম ➠ WDT
  • মোট শূন্যপদ ➠ ১১ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ➠ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ সহ Computer Literate/ Field Experience কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা ➠ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।
  • মাসিক বেতন ➠ প্রতিমাসে ১০,০০০ টাকা।

আবেদন পদ্ধতি ➠ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➠ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সব শেষে ফাইনাল সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ২৭শে মার্চ ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ৩০শে মার্চ ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box