Breaking





Monday, March 06, 2023

ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ | National Informatics Centre Recruitment 2023

৫৯৮টি শূন্যপদে কেন্দ্রীয় সরকারের দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি | মাসিক বেতন ৫৬,১০০ টাকা 

৫৯৮টি শূন্যপদে কেন্দ্রীয় সরকারের দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ | মাসিক বেতন ৫৬,১০০ টাকা
ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারে নিয়োগ
প্রিয় পাঠকেরা,
কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারের তরফে National Informatics Centre Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট 598টি শূন্যপদে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ আরো অন্যান্য পদে কর্মী নিয়োগ করানো হবে।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বারNIELIT/NIC/2023/1

পদের নামScientist-B
মোট শূন্যপদ৭১‌ টি
  • UR : ৩০
  • SC : ১০
  • ST : ০৫
  • OBC : ১৯
  • EWS : ০৭
বয়সসীমা  প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ➠ ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা।

পদের নামOfficer/ Engineer
মোট শূন্যপদ১৯৬ টি
  • UR : ৮১
  • SC : ২৯
  • ST : ১৪
  • OBC : ৫২
  • EWS : ২৮
বয়সসীমা  প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ➠ ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা।

পদের নামTechnical Assistant
মোট শূন্যপদ৩৩১ টি
  • UR : ১৩৪
  • SC : ৪৯
  • ST : ২৪
  • OBC : ৮৮
  • EWS : ৩২
বয়সসীমা  প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ➠ ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা।

আবেদন ফি বা মূল্য ➠ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৮০০ টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি ➠ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➠ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন পক্রিয়া শুরু ৪ই মার্চ ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ৪ই এপ্রিল ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box