রাজ্যে আশা কর্মী নিয়োগ শুরু ২০২৩ | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
রাজ্যে আশা কর্মী নিয়োগ |
নমস্কার বন্ধুরা,
রাজ্যে সরকারের অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তিভিত্তির মাধ্যমে পঞ্চায়েত এলাকায় আশা কর্মী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় Asha Karmi পদে কর্মী নিয়োগ করানো হবে।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ➢ 565/SDO/JLD
পদের নাম ➢ Asha Karmi (আশা কর্মী)।
মোট শূন্যপদ ➢ ২৩ টি।
শূন্যপদের বিন্যাস ➢ জয়পু্র ব্লক- ৪ টি, ঝালদা ১ নং ব্লক-৭ টি, ঝালদা ২ নং ব্লক- ৬ টি, বাগমুন্ডি- ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা ➢ মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অন্যান্য যোগ্যতা ➢ আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে। কেবল বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদনের যোগ্য। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীকে গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে হয়ে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➢ ১লা জানুয়ারী ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি ➢ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ➢ নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ➢ The Block Development Officer, __ Devlopment Block. At__ B.D.O Office, At__P.O__P.S__, Dist: Purulia (W.B) Pin-__
গুরুত্বপূর্ণ তারিখ ➢
আবেদন পক্রিয়া শুরু | ৩রা মার্চ ২০২৩ |
আবেদন পক্রিয়া শেষ | ২০ই মার্চ ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ➢
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন ফর্ম | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box