Breaking





Tuesday, April 18, 2023

কেন্দ্রীয় সরকারের রেলযন্ত্রাংশ তৈরির কারখানায় কর্মী নিয়োগ ২০২৩ | BEML Recruitment Notification 2023

কেন্দ্রীয় সরকারের রেলযন্ত্রাংশ তৈরির কারখানায় চাকরির বিজ্ঞপ্তি | মাসিক বেতন ৬০,০০০ টাকা 

কেন্দ্রীয় সরকারের রেলযন্ত্রাংশ তৈরির কারখানায় চাকরির বিজ্ঞপ্তি | মাসিক বেতন ৬০,০০০ টাকা
BEML Recruitment : 2023
প্রিয় পাঠকেরা,
কেন্দ্রীয় সরকারের ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML)-এর তরফে BEML Recruitment Notification 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে ম্যানেজার, অফিসার ও ডিপ্লোমা ট্রেনীস পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার ➤ KP/S/04/2023

  • পদের নাম ➤ Manager/ Assistant Manager
  • মোট শূন্যপদ ➤ ৯ টি। (ST : ৩টি, OBC : ৬টি।)
  • শিক্ষাগত যোগ্যতা ➤ ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে CA/ Mechanical/ Electrical/ Automobile অথবা M.Tech ডিগ্রী করা থাকতে হবে।
  • বয়সসীমা ➤ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
  • মাসিক বেতন ➤ ৬০,০০০/- টাকা।

  • পদের নাম ➤ Officer/ Assistant Officer
  • মোট শূন্যপদ ➤ ১৯ টি। (ST : ১৯টি।)
  • শিক্ষাগত যোগ্যতা ➤ ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MA/ MBA/ MSW/ HR বিষয়ে ডিগ্রী করা থাকতে হবে।
  • বয়সসীমা ➤ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
  • মাসিক বেতন ➤ ৪০,০০০/- টাকা।

  • পদের নাম ➤ Diploma Trainees
  • মোট শূন্যপদ ➤ ৩৪ টি। (SC : ২১টি, ST : ১৩টি।)
  • শিক্ষাগত যোগ্যতা ➤ ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ের ওপর ৭০% নম্বর সহ ৩ বছরের সম্পূর্ণ ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
  • বয়সসীমা ➤ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
  • মাসিক বেতন ➤ ২৩,৯১০/- টাকা।

আবেদন ফি বা মূল্য ➤ উপরের সমস্ত পদগুলিতে আবেদনের জন্য কেবলমাত্র OBC প্রার্থীদের এককালীন ৫০০ টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদন পদ্ধতি ➤ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ১১ই এপ্রিল ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ১লা মে ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box