Breaking





Saturday, April 15, 2023

মাধ্যমিক পাশে ভারতীয় সেনায় কর্মী নিয়োগ ২০২৩ | BSF Head Constable Radio Operator Recruitment 2023

বর্ডার সিকিউরিটি ফোর্সে হেড কনস্টেবল পদে চাকরির বিজ্ঞপ্তি | মাসিক বেতন ২৫,৫০০ টাকা 

বর্ডার সিকিউরিটি ফোর্সে হেড কনস্টেবল পদে চাকরির বিজ্ঞপ্তি | মাসিক বেতন ২৫,৫০০ টাকা
BSF Recruitment 2023
সুপ্রিয় বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর তরফে BSF Head Constable Radio Operator Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম ➟ Radio Operator and Radio Mechanic

মোট শূন্যপদ ➟ ২৪৭ টি।
  • Radio Operator : ২১৭ টি।
  • Radio Mechanic : ৩০ টি।

শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নাম্বার নিয়ে বিজ্ঞান বিভাগে পাস করে থাকতে হবে এবং যেকোনো আইটিআই থেকে নূন্যতম ২ বছরের যেকোনো কোর্স পাস আউট হতে হবে।

বয়সসীমা ➟ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

মাসিক বেতন ➟ ২৫,৫০০/- থেকে ৮১,১০০/- টাকা।

আবেদন ফি বা মূল্য
  • Gen./ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা।
  • SC/ ST/ PWD প্রার্থীদের কোন আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি ➟ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ২২শে এপ্রিল ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ১২ই মে ২০২৩

✰ এই নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box