Breaking





Saturday, April 15, 2023

৩,০৭৯টি শূন্যপদে কল্যানী এইমস-এ স্টাফ নার্স নিয়োগ ২০২৩ | Staff Nurse Recruitment Notification 2023

কল্যানী এইমস-এ স্টাফ নার্স পদে চাকরির বিজ্ঞপ্তি | অনলাইনে আবেদন শুরু 

কল্যানী এইমস-এ স্টাফ নার্স পদে চাকরির বিজ্ঞপ্তি | অনলাইনে আবেদন শুরু
কল্যানী এইমস-এ স্টাফ নার্স নিয়োগ
প্রিয় পাঠকেরা,
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স (AIIMS)-র তরফে Staff Nurse Recruitment Notification 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মোট 3079টি শূন্যপদে নার্সিং অফিসার নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার ☞ 76/2023

পদের নাম ☞ Nursing Officer (নার্সিং অফিসার)

মোট শূন্যপদ ☞ ৩,০৫৫ টি।
  • UR : ১৩০৪ টি।
  • OBC : ৮০৮ টি।
  • SC : ৪৪৭ টি।
  • ST : ১৯৮ টি।
  • EWS : ২৯৮ টি।

কল্যানী এইমস-এ মোট শূন্যপদ ☞ ২৪ টি।
  • UR : ১২ টি।
  • OBC : ৭ টি।
  • SC : ২ টি।
  • ST : ২ টি।
  • EWS : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা ☞ ইচ্ছুক প্রার্থীদের Diploma in GNM, B.Sc Nursing অথবা Post - Basic B.Sc Nursing পাশ করে থাকতে হতে হবে।

বয়সসীমা ☞ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

মাসিক বেতন ☞ কেন্দ্রীয় সরকারের পে কমিশন অনুযায়ী প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে।

আবেদন ফি বা মূল্য
  • Gen. এবং OBC প্রার্থীদের জন্য ৩০০০/- টাকা।
  • SC এবং ST প্রার্থীদের জন্য ২৪০০/- টাকা।
  • PwD প্রার্থীদের জন্য কোনোপ্রকার আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি ☞ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • আবেদনের শেষ তারিখ ☞ ৫ মে, ২০২৩।
  • CBT পরীক্ষার তারিখ ☞ ৩ জুন, ২০২৩।

এই নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box