Breaking





Wednesday, April 12, 2023

১,৪২০টি শূন্যপদে লেডি কনস্টেবল নিয়োগ ২০২৩ | WB Police Lady Constable Recruitment 2023

রাজ্যে লেডি কনস্টেবল পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাধ্যমিক পাশে আবেদন করুন 

রাজ্যে লেডি কনস্টেবল পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাধ্যমিক পাশে আবেদন করুন
লেডি কনস্টেবল নিয়োগ ২০২৩
প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (WBPRB)-র তরফে WB Police Lady Constable Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মোট 1420টি শূন্যপদে লেডি কনস্টেবল নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার কেবল মহিলা প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামLady Constable (লেডি কনস্টেবল)

মোট শূন্যপদ১,৪২০ টি

শূন্যপদের বিন্যাস 

Category (Sub-category) No. of vacancies
Unreserved (UR) 343
Unreserved (E.C.) 227
Unreserved (HG/NVF) 113
Unreserved (Civic Volunteers) 71
Unreserved (Sports Quota.) 28
Scheduled Caste 141
Scheduled Caste (E.C.) 100
Scheduled Caste (HG/NVF) 42
Scheduled Caste (Civic Volunteers) 29
Scheduled Tribe 28
Scheduled Tribe (E.C.) 29
Scheduled Tribe (HG/NVF) 14
Scheduled Tribe (Civic Volunteers) 14
OBC-A 57
OBC-A (E.C.) 42
OBC-A (HG/NVF) 29
OBC-A (Civic Volunteers) 14
OBC-B 43
OBC-B (E.C) 28
OBC-B (HG/NVF) 14
OBC-B (Civic Volunteers) 14
TOTAL 1420

শিক্ষাগত যোগ্যতা ➠ মাধ্যমিক পাশ।

বয়সসীমা ➠ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

শারীরিক পরিমাপ ➠ গোর্খা জনজাতি, গড়ওয়ালিস, রাজবংশী জনজাতি এবং অন্যান্য তাপশালী জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫২ সেমি এবং ওজন ৪৫ কেজি। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬০ সেমি এবং ওজন ৪৯ কেজি।

দৌড় প্রতিযোগিতার নিয়মাবলী ➠ সমস্ত প্রার্থীদের ৪ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ৮০০ মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে।

মাসিক বেতন২২,৭০০/- থেকে ৫৮,৫০০/- টাকা।

আবেদন ফি বা মূল্য ➠ General / EWS / OBC প্রার্থীদের ক্ষেত্রে ১৭০/- টাকা। SC / ST প্রার্থীদের ক্ষেত্রে ২০/- টাকা।

আবেদন পদ্ধতি ➠ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➠ West Bengal Police Recruitment Board (WBPRB) -এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ২৩শে এপ্রিল ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ২২শে মে ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box