মাধ্যমিক পাশে রাজ্য পঞ্চায়েত দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি | মাসিক বেতন ১২,০০০ টাকা
![]() |
পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মোট ৫৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ☞ 75/IIIA-2/MGNREGS/P&RDD/GTA
পদের নাম ☞ Village Level Entrepreneur (VLE)
মোট শূন্যপদ ☞ ২২ টি।
শিক্ষাগত যোগ্যতা ☞ মাধ্যমিক পাশ যে কোন প্রার্থী কম্পিউটার অপারেটিং এ ন্যূনতম ছয় মাসের সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা ☞ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ☞ ১০,০০০ টাকা।
পদের নাম ☞ Gram Rozgar Sahayak (GRS)
মোট শূন্যপদ ☞ ৩৭ টি।
শিক্ষাগত যোগ্যতা ☞ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা ভোকেশনাল বিভাগে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স কম্পালসারি বিষয় সহ ৫৫% নাম্বার পেয়ে পাশ করে থাকতে হবে।
বয়সসীমা ☞ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ☞ ১২,০০০ টাকা।
আবেদন পদ্ধতি ☞ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে নির্দিষ্ট অফিসে গিয়ে আবেদন করতে হবে। প্রার্থীরা নিজেদের বায়োডাটা সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সহিত (Executive Director, Mahatma Gandhi NREGS, P&RDD. GTA. Darjeeling) অফিসে আবেদনপত্র জমা করতে হবে।
✰ এই নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনগুলি দেখুন।
আবেদনের শেষ তারিখ ☞ ১৯শে এপ্রিল ২০২৩
গুরুত্বপূর্ণ লিংক ☞
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box