কেন্দ্রীয় সরকারের NCERT দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরির বিজ্ঞপ্তি | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
NCERT দপ্তরে গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ |
সুপ্রিয় বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং এর তরফে NCERT Lower Division Clerk Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশে মোট ৩৪৭টি শূন্যপদে লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাটেনডেন্ট, ফ্লোর অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ➟ 11-4/2019-20/E-III(R-II)/Rect.(D)
✪ NCERT দপ্তরে নিয়োগে মোট ৬৫টি পদ রয়েছে। যার মোট শূন্যপদের সংখ্যা ৩৪৭ টি।
মোট শূন্যপদ ➟৩৪৭ টি।
- UR : ১৯৫টি।
- SC : ২৫টি।
- ST : ১৬টি।
- OBC : ৮৯টি।
- EWS : ২২টি।
- পদের নাম ➟ লোয়ার ডিভিশন ক্লার্ক।
- মোট শূন্যপদ ➟ ৮৪ টি।
- শিক্ষাগত যোগ্যতা ➟ উচ্চমাধ্যমিক পাশ এবং সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা ➟ ২২শে এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।।
- মাসিক বেতন ➟ ৫,২০০ থেকে ২০,২০০ টাকা। গ্রেড পে ১,৯০০ টাকা।
- পদের নাম ➟ সিনিয়র লাইব্রেরি অ্যাটেনডেন্ড।
- মোট শূন্যপদ ➟ ৪ টি।
- শিক্ষাগত যোগ্যতা ➟ উচ্চমাধ্যমিক পাশ এবং সঙ্গে Library Science/ Library and Information Science বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।
- বয়সসীমা ➟ ২২শে এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।।
- মাসিক বেতন ➟ ৫,২০০ থেকে ২০,২০০ টাকা। গ্রেড পে ১,৯০০ টাকা।
- পদের নাম ➟ ড্রাইভার গ্রেড ৩।
- মোট শূন্যপদ ➟ ৯ টি।
- শিক্ষাগত যোগ্যতা ➟ মাধ্যমিক পাশ এবং কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা ➟ ২২শে এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।।
- মাসিক বেতন ➟ ৫,২০০ থেকে ২০,২০০ টাকা। গ্রেড পে ১,৯০০ টাকা।
- পদের নাম ➟ ইলেকট্রিশিয়ান।
- মোট শূন্যপদ ➟ ২ টি।
- শিক্ষাগত যোগ্যতা ➟ মাধ্যমিক পাশ এবং সঙ্গে Electrician/ Wireman ট্রেডে ITI পাস করে থাকতে হবে। এর পাশাপাশি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এবং ওয়ারিং এর কাজে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা ➟ ২২শে এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।।
- মাসিক বেতন ➟ ৫,২০০ থেকে ২০,২০০ টাকা। গ্রেড পে ১,৯০০ টাকা।
- পদের নাম ➟ সিনিয়র একাউন্টেন্ট।
- মোট শূন্যপদ ➟ ২ টি।
- শিক্ষাগত যোগ্যতা ➟ কমার্স/ ইকোনমিক্স অথবা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সংক্রান্ত যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে। এবং সঙ্গে প্রার্থীকে ২,৪০০ টাকা গ্রেড পে যুক্ত সার্ভিসে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা ➟ ২২শে এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
- মাসিক বেতন ➟ ৯,৩০০ থেকে ৩৪,৮০০ টাকা। গ্রেড পে ৪,২০০ টাকা।
✪ উপরে উল্লেখিত পদগুলি ছাড়াও বিভিন্ন যোগ্যতার আরো ৬০টি পদ রয়েছে। ওই সমস্ত পদগুলি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে নিচের দেওয়া লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিন।
আবেদন ফি বা মূল্য ➟
আবেদন পদ্ধতি ➟ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ➟
আবেদন প্রক্রিয়া শুরু | ইতিমধ্যেই শুরু হয়ে গেছে |
আবেদন প্রক্রিয়া শেষ | ১৯শে মে ২০২৩ |
✰ এই সমস্ত পদে নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ➟
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box