Breaking





Saturday, April 29, 2023

সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে কর্মী নিয়োগ ২০২৩ | UPSC CAPF Recruitment 2023

সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাসিক বেতন ৪৪,১৩৫ টাকা 

সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাসিক বেতন ৪৪,১৩৫ টাকা
CAPF Recruitment 2023
প্রিয় পাঠকেরা,
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-র তরফে UPSC CAPF Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মোট ৩২২টি শূন্যপদে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার ➢ 09/2023-CPF

পদের নাম ➢
BSF
CRPF
CISF
ITBP
SSB

মোট শূন্যপদ ➢৩২২ টি।
  • BSF : ৮৬টি।
  • CRPF : ৫৫টি।
  • CISF : ৯১টি।
  • ITBP : ৬০টি।
  • SSB : ৩০টি।

শিক্ষাগত যোগ্যতা ➢ প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা ➢ প্রার্থীর বয়স সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন ➢ ৪৪,১৩৫/- থেকে ১,৭৭,৫০০/- টাকা।

আবেদন ফি বা মূল্য ➢ সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের এককালীন ২০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে। অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি ➢ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি ➢ লিখিত এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ২৬শে এপ্রিল ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ১৬ই মে ২০২৩

✰ এই নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box