কৃষি দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাসিক বেতন ২০,২০০ টাকা
![]() |
কৃষি দপ্তরে কর্মী নিয়োগ ২০২৩ |
সুপ্রিয় বন্ধুরা,
কৃষি দপ্তরের পক্ষ থেকে OUAT Computer Operator Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে উচ্চ মাধ্যমিক পাশে জুনিয়র স্টেনো কাম কম্পিউটার অপারেটর পদে কর্মী নিয়োগ করানো হবে।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ➠ E-II-II-07/2013/6092/UAT
পদের নাম ➠ Junior Steno cum Computer Operator
মোট শূন্যপদ ➠০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা ➠ উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার অপারেটিং সিস্টেমে জ্ঞান থাকতে হবে। এছাড়া প্রার্থীকে অবশ্যই 80wpm/10mins দক্ষতায় টাইপিং করতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➠ প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ➠ ৫,২০০/- থেকে ২০,২০০/- টাকা।
আবেদন পদ্ধতি ➠ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ➠ অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপর সেটিকে সঠিক ভাবে পূরণ করে সঠিক সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ➠ Odisha University of Agriculture & Technology, Bhubaneswar - 751003, Odisha
আবেদনের শেষ তারিখ ➠ ২০ই মে ২০২৩
✰ এই নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ➠
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box