Breaking





Saturday, May 27, 2023

কেন্দ্রীয় খনি দপ্তরে কর্মী নিয়োগ 2023 | Central Coalfields Limited Trade Apprentice Recruitment 2023

কেন্দ্রীয় খনি দপ্তরে একাধিক শূন্যপদে চাকরির সুযোগ | মাধ্যমিক পাশে আবেদন করুন 

কেন্দ্রীয় খনি দপ্তরে একাধিক শূন্যপদে চাকরির সুযোগ | মাধ্যমিক পাশে আবেদন করুন
কেন্দ্রীয় খনি দপ্তরে কর্মী নিয়োগ 2023
সুপ্রিয় বন্ধুরা,
সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড (CCL)-র তরফে Central Coalfields Limited Trade Apprentice Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মোট ৬০৮টি শূন্যপদে ট্রেড এপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বারCCL/ Apprentice Trg./ Notification/ 23-24/ 25

  • পদের নাম ➤ Trade Apprentice (ট্রেড এপ্রেন্টিস)
  • মোট শূন্যপদ ➤ ৫৩৬ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ➤ মাধ্যমিক পাশ সহ NCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।
  • বয়সসীমা ➤ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
  • মাসিক ভাতা ➤ ৭,০০০/- টাকা।

  • পদের নাম ➤ Fresher Apprentice (ফ্রেশার এপ্রেন্টিস)
  • মোট শূন্যপদ ➤ ৭২ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ➤ মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ সহ NCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।
  • বয়সসীমা ➤ প্রার্থীর বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
  • মাসিক ভাতা ➤ ৬,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি ➤ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের সময়সীমা ➤ নূন্যতম ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের জন্য।

আবেদনের শেষ তারিখ ➤ ১৮ জুন, ২০২৩।

✪ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box