পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একাধিক শূন্যপদে চাকরির সুযোগ | স্নাতক পাশে আবেদন করুন
![]() |
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ |
নমস্কার বন্ধুরা,
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে Punjab National Bank Officer Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মোট ২২৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম ☛ Officer
- Credit
- Industry
- Civil Engineer
- Electrical Engineer
- Architect
- Economics
মোট শূন্যপদ ☛ ২২৪ টি।
শিক্ষাগত যোগ্যতা ☛ প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ☛ প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ☛ ৩৬,০০০/- টাকা।
আবেদন ফি বা মূল্য ☛ SC/ ST/ PWD প্রার্থীদের ৫৯/- টাকা। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ১১৮০/- টাকা।
আবেদন পদ্ধতি ☛ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ☛ লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ☛
আবেদন প্রক্রিয়া শুরু | ২৪শে মে ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১১ই জুন ২০২৩ |
✪ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ☛
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box