Breaking





Tuesday, May 09, 2023

৩৫৮টি শূন্যপদে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ | Hooghly Health Staff Recruitment 2023

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ | উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন 

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ | উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ ২০২৩
নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে Hooghly Health Staff Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে উচ্চমাধ্যমিক পাশে মোট ৩৫৮টি শূন্যপদে স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বারDH&FWS/ 3888

  • পদের নাম ☞ Staff Nurse
  • মোট শূন্যপদ ☞ ৩৬ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ☞ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM কোর্স করা থাকতে হবে।
  • বয়সসীমা ☞ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • মাসিক বেতন ☞ ২৫,০০০/- টাকা।

  • পদের নাম ☞ Laboratory Technician
  • মোট শূন্যপদ ☞ ০২ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ☞ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা ও গণিত বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ সহ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
  • বয়সসীমা ☞ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • মাসিক বেতন ☞ ২২,০০০/- টাকা।

  • পদের নাম ☞ Community Health Assistant
  • মোট শূন্যপদ ☞ ১৭১ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ☞ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM কোর্স করা থাকতে হবে।
  • বয়সসীমা ☞ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • মাসিক বেতন ☞ ১৩,০০০/- টাকা।

  • পদের নাম ☞ Specialist MO (Opthalmology)
  • মোট শূন্যপদ ☞ ১২ টি।
  • বয়সসীমা ☞ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৭ বছরের মধ্যে হতে হবে।
  • দৈনিক বেতন ☞ ৩,০০০/- টাকা। (সাপ্তাহিক ৩ দিন)।

আবেদন ফি বা মূল্য ➣ General প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা এবং SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা।

আবেদন পদ্ধতি ☞ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ☞ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ☞ Chief Medical Officer of Health, Hooghly, New Administrative Building 1st Floor, DRS Complex, Chinsurah, Hooghly 712101.

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ৪ই মে ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ২৫শে মে ২০২৩

এই পদে নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box