ভারতীয় রেলে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
ভারতীয় রেলে কর্মী নিয়োগ ২০২৩ |
প্রিয় পাঠকেরা,
রেলওয়ে গুডস শেড ওয়ার্কার্স ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি (RGSWWCS)-র তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মাধ্যমিক পাশে মোট ৩,১৯০টি শূন্যপদে জুনিয়র টাইম কিপার, জুনিয়র অ্যাসিস্ট্যান্টস, ওয়েলফেয়ার অফিসার পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ➣ 04/2023
- পদের নাম ➣ Junior Time Keeper (জুনিয়র টাইম কিপার)
- মোট শূন্যপদ ➣ ১,৬৭৬ টি।
- শিক্ষাগত যোগ্যতা ➣ মাধ্যমিক পাশ অথবা সমতুল্য যেকোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
- বয়সসীমা ➣ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৪ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
- মাসিক বেতন ➣ ২৮,০০০ টাকা।
- পদের নাম ➣ Junior Assistants (জুনিয়র অ্যাসিস্ট্যান্টস)
- মোট শূন্যপদ ➣ ৯০৮ টি।
- শিক্ষাগত যোগ্যতা ➣ উচ্চমাধ্যমিক পাশ অথবা সমতুল্য যেকোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
- বয়সসীমা ➣ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৪ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
- মাসিক বেতন ➣ ৩৪,০০০ টাকা।
- পদের নাম ➣ Welfare Officer (ওয়েলফেয়ার অফিসার)
- মোট শূন্যপদ ➣ ৬০৬ টি।
- শিক্ষাগত যোগ্যতা ➣ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে থাকতে হবে।
- বয়সসীমা ➣ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৪ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
- মাসিক বেতন ➣ ৪০,০০০ টাকা।
আবেদন ফি বা মূল্য ➣ সাধারণ প্রার্থীদের জন্য ৭০০/- টাকা এবং মহিলা/ তপশীলি জাতিভুক্ত প্রার্থী ও PwBD প্রার্থীদের জন্য ৫০০/- টাকা।
আবেদন পদ্ধতি ➣ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➣ CBT পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য শর্ট লিস্টেড করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ➣
আবেদন প্রক্রিয়া শুরু | ২৬ শে এপ্রিল ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৫শে মে ২০২৩ |
✰ এই পদে নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ➣
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box