ভারতীয় সেনায় কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
ইন্ডিয়ান আর্মিতে কনস্টেবল নিয়োগ |
নমস্কার বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের সশস্ত্র সীমা বল (SSB)-পক্ষ থেকে Indian Army SSB Constable Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মাধ্যমিক পাশে মোট ৫৪৩টি শূন্যপদে কনস্টেবল পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম ➣ Constable (কনস্টেবল)।
মোট শূন্যপদ ➣ ৫৪৩ টি।
- UR : ২৬৫ টি।
- EWS : ৪৪ টি।
- OBC : ১৩৭ টি।
- SC : ৬৩ টি।
- ST : ৩৪ টি।
শিক্ষাগত যোগ্যতা ➣ মাধ্যমিক পাশ।
আবেদনকারীর বয়সসীমা ➣ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি বা মূল্য ➣ UR/ EWS/ OBC প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা। Women, SC, ST, Ex-Servicemen প্রার্থীদের কোনোপ্রকার টাকা লাগবে না।
আবেদন পদ্ধতি ➣ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ ➣ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ৩০ দিন পর্যন্ত।
✪ এই পদে নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ➣
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box