বিদ্যুৎ দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাসিক বেতন ৫৫,০০০ টাকা
![]() |
বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ 2023 |
প্রিয় পাঠকেরা,
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)-র তরফে NTPC Assistant Executive Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মোট ১২০টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ও অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ⬌ 04/23
পদের নাম ⬌ Assistant Executive (অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ)।
মোট শূন্যপদ ⬌ ১০০ টি।
- UR : ৪১ টি।
- EWS : ১০ টি।
- OBC : ২৭ টি।
- SC : ১৫ টি।
- ST : ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা ⬌ স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।
বয়সসীমা ⬌ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ⬌ ৫৫,০০০ টাকা।
পদের নাম ⬌ Assistant Commercial Executive (অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল এক্সিকিউটিভ)।
মোট শূন্যপদ ⬌ ২০ টি।
- UR : ১০ টি।
- EWS : ০১ টি।
- OBC : ০৫ টি।
- SC : ০৩ টি।
- ST : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা ⬌ স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল বা ডিগ্রী থাকতে হবে।
বয়সসীমা ⬌ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ⬌ ৫৫,০০০ টাকা।
আবেদন ফি বা মূল্য ⬌ ৩০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। মহিলা এবং তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের কোনো টাকা লাগবে না।
আবেদন পদ্ধতি ⬌ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ⬌
আবেদন প্রক্রিয়া শুরু | ৯ই মে ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৫শে মে ২০২৩ |
✪ এই পদে নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ⬌
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box