Breaking





Saturday, May 13, 2023

বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ ২০২৩ | NTPC Assistant Executive Recruitment 2023

বিদ্যুৎ দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাসিক বেতন ৫৫,০০০ টাকা 

বিদ্যুৎ দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাসিক বেতন ৫৫,০০০ টাকা
বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ 2023
প্রিয় পাঠকেরা,
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)-র তরফে NTPC Assistant Executive Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মোট ১২০টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ও অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার04/23

পদের নামAssistant Executive (অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ)
মোট শূন্যপদ১০০ টি
  • UR : ৪১ টি।
  • EWS : ১০ টি।
  • OBC : ২৭ টি।
  • SC : ১৫ টি।
  • ST : ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা ⬌ স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।
বয়সসীমা ⬌ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন৫৫,০০০ টাকা

পদের নামAssistant Commercial Executive (অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল এক্সিকিউটিভ)
মোট শূন্যপদ২০ টি
  • UR : ১০ টি।
  • EWS : ০১ টি।
  • OBC : ০৫ টি।
  • SC : ০৩ টি।
  • ST : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা ⬌ স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল বা ডিগ্রী থাকতে হবে।
বয়সসীমা ⬌ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন৫৫,০০০ টাকা

আবেদন ফি বা মূল্য ⬌ ৩০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। মহিলা এবং তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের কোনো টাকা লাগবে না।

আবেদন পদ্ধতি ⬌ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ৯ই মে ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ২৫শে মে ২০২৩

এই পদে নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box