Breaking





Saturday, May 20, 2023

ইন্ডিয়ান ব্যাংকে কর্মী নিয়োগ ২০২৩ | Indian Bank Product Manager Recruitment 2023

ইন্ডিয়ান ব্যাংকে একাধিক শূন্যপদে চাকরির সুযোগ | আবেদনের শেষ ২৯শে মে 

ইন্ডিয়ান ব্যাংকে একাধিক শূন্যপদে চাকরির সুযোগ | আবেদনের শেষ ২৯শে মে
ইন্ডিয়ান ব্যাংকে কর্মী নিয়োগ 2023
প্রিয় পাঠকেরা,
ইন্ডিয়ান ব্যাংকের তরফে Indian Bank Product Manager Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে প্রোডাক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

  • পদের নাম ➔ Product Manager : Cash & Cheque receivables
  • মোট শূন্যপদ ➔ ০২ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ➔ প্রার্থীকে অবশ্যই BE / B.Tech / CA অথবা MCA / M.Sc. IT পাশ করে থাকতে হবে। এবং সেইসঙ্গে প্রার্থীকে সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা ➔ প্রার্থীদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

  • পদের নাম ➔ Product Manager UPI & Mandate Management
  • মোট শূন্যপদ ➔ ০১ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ➔ প্রার্থীকে অবশ্যই BE / B.Tech / CA অথবা MCA / M.Sc. IT পাশ করে থাকতে হবে। এবং সেইসঙ্গে প্রার্থীকে সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা ➔ প্রার্থীদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

  • পদের নাম ➔ Team Lead : Transaction Banking Sales
  • মোট শূন্যপদ ➔ ০৭ টি।
  • শিক্ষাগত যোগ্যতা ➔ প্রার্থীকে অবশ্যই M.Tech / MBA পাশ করে থাকতে হবে। এবং সেইসঙ্গে প্রার্থীকে সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা ➔ প্রার্থীদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি বা মূল্য ➔ সমস্ত প্রার্থীদের এককালীন ১০০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদন পদ্ধতি ➔ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➔ নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে সংস্থার নির্দিষ্ট দপ্তরে সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ➔ Chief General Manager (CDO & CLO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugam Salai, Royapettah, Chennai, Pin – 600 014, Tamil Nadu.

নিয়োগ পদ্ধতি ➔ শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করানো হবে।

নিয়োগ স্থান ➔ Bengaluru, Delhi, Hyderabad, Kolkata, Lucknow, Mumbai এই সমস্ত জায়গায় নিয়োগ করানো হবে।

আবেদনের শেষ তারিখ ➔ ২৯শে মে ২০২৩।

✪ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন পত্র ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box