Breaking





Sunday, May 14, 2023

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ ২০২৩ | Reserve Bank of India Recruitment 2023

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি | মাসিক বেতন ১,১৬,৯১৪ টাকা 

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি | মাসিক বেতন ১,১৬,৯১৪ টাকা
RBI-তে স্টাফ নিয়োগ 2023
প্রিয় বন্ধুরা,
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র পক্ষ থেকে Reserve Bank of India Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মোট ২৯১টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম ➠ 
  • Officers in Gr B (DR) - General
  • Officers in Gr B (DR) - DEPR
  • Officer in Gr B (DR) - DSIM@

মোট শূন্যপদ ➠ ২৯১ টি।
  • UR : ১৩২ টি।
  • SC : ৩৪ টি।
  • ST : ২৬ টি।
  • OBC : ৬৬ টি।

শিক্ষাগত যোগ্যতা ➠ Economics/ Statistics/ Mathematical Statistics/ Mathematical Economics/ Econometrics/ Statistics & Informatics/ Applied Statistics & Informatics বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ➠ প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন ➠ ১,১৬,৯১৪/- টাকা।

আবেদন পদ্ধতি ➠ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ৯ই মে ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ৯ই জুন ২০২৩

এই পদে নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box