এয়ার ইন্ডিয়াতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাধ্যামিক পাশে আবেদন করুন
![]() |
এয়ার ইন্ডিয়াতে চাকরির সুযোগ 2023 |
প্রিয় পাঠকেরা,
এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড (AI ATSL)-র তরফে Air India Recruitment Notification 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মোট ১৭৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ☞ AIASL/05-03/962
- পদের নাম ☞ Utility Agent and Ramp Driver
- মোট শূন্যপদ ☞ ৩০ টি।
- শিক্ষাগত যোগ্যতা ☞ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ র্যাম্প সরঞ্জাম অপারেটিং কাজে নূন্যতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা ☞ সাধারণ প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ বছর। ওবিসি প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩৩ বছর। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
- মাসিক বেতন ☞ ২৩,৬৪০/- টাকা।
- পদের নাম ☞ Junior Customer Service Executive
- মোট শূন্যপদ ☞ ১০০ টি।
- শিক্ষাগত যোগ্যতা ☞ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা ☞ সাধারণ প্রার্থীদের জন্য সর্বোচ্চ ২৮ বছর। ওবিসি প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩১ বছর। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে বয়স হতে হবে।
- মাসিক বেতন ☞ ২৩,৬৪০/- টাকা।
- পদের নাম ☞ Ramp Service Executive
- মোট শূন্যপদ ☞ ৪৫ টি।
- শিক্ষাগত যোগ্যতা ☞ আইটিআই বিভাগের Electrical/ Air Conditioning/ Diesel Mechanic/ Bench Fitter/ Welder অথবা ইঞ্জিনিয়ারিং বিভাগের Mechanical/ Electrical/ Production / Electronics/ Automobile ট্রেডে ৩ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
- বয়সসীমা ☞ সাধারণ প্রার্থীদের জন্য সর্বোচ্চ ২৮ বছর। ওবিসি প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩১ বছর। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে বয়স হতে হবে।
- মাসিক বেতন ☞ ২৫,৯৮০/- টাকা।
আবেদন পদ্ধতি ☞ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ☞ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র সহ অন্যান্য কাগজপত্র সহিত ইন্টারভিউর স্থানে সঠিক সময়ের মধ্যে উপস্থিত হতে হবে।
আবেদন ফি বা মূল্য ☞ প্রার্থীদের এককালীন ৫০০/- টাকা আবেদন ফি ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে জমা করতে হবে। তবে তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের কোনোপ্রকার আবেদন ফি লাগবে না।
ইন্টারভিউয়ের স্থান ☞ GSD Complex, Near Sahar Police Station, CSMI Airport, Terminal-2, Gate No. 5, Sahar, Andheri East, Mumbai 400099.
ইন্টারভিউয়ের তারিখ ☞ ২৫শে মে ২০২৩ থেকে ৩০শে মে ২০২৩।
✪ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ☞
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box