৩৯৫টি শূন্যপদে ন্যাশানাল ডিফেন্স একাডেমিতে চাকরির বিজ্ঞপ্তি | উচ্চমাধ্যামিক পাশে আবেদন করুন
![]() |
ন্যাশানাল ডিফেন্স একাডেমিতে নিয়োগ |
প্রিয় বন্ধুরা,
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-র তরফে Air India Recruitment Notification 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মোট 395টি শূন্যপদে আর্মি, নেভি, এয়ার ফোর্স পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ➢ 10/2023-NDA-II
পদের নাম ➢
- Army (আর্মি)।
- Navy (নেভি)।
- Air Force (এয়ার ফোর্স)।
মোট শূন্যপদ ➢ ৩৯৫ টি।
শিক্ষাগত যোগ্যতা ➢ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ১০+২ সিস্টেমে উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
বয়সসীমা ➢ প্রার্থীদের জন্ম হতে হবে ২রা জানুয়ারি ২০০৫ থেকে ১লা জানুয়ারি ২০০৮ তারিখের মধ্যে।
আবেদন পদ্ধতি ➢ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি বা মূল্য ➢ General/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা। তবে Female/ ST/ SC প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম আবেদন ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি ➢ লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং তথ্য যাচাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করানো হবে।
আবেদনের শেষ তারিখ ➢ ৬ই জুন, ২০২৩।
✪ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ➢
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box