Breaking





Thursday, June 01, 2023

ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023 | Indian Railway Trade Apprentice Recruitment 2023

স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ভারতীয় রেলে চাকরির সুযোগ | আবেদনের শেষ তারিখ ২৬শে জুন 

স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ভারতীয় রেলে চাকরির সুযোগ | আবেদনের শেষ তারিখ ২৬শে জুন
ভারতীয় রেলে কর্মী নিয়োগ 2023
প্রিয় পাঠকেরা,
সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (SECR)-র তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মোট ৪০৩টি শূন্যপদে ট্রেড এপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বারE/PB/R/Rectt/Act Appr./01/2023-24

পদের নাম ➟ Trade Apprentice (ট্রেড এপ্রেন্টিস)

মোট শূন্যপদ ➟ ৪০৩ টি।


শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (১০+২) পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ করে থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ➟ প্রার্থীর বয়স ন্যূনতম ১৫ থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন ➟ Apprentices Act - 1961 এবং Apprenticeship Rules - 1962 এর নিয়ম অনুসারে মাসিক ভাতা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি ➟ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ২৩শে মে ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ২২শে জুন ২০২৩

এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box