Breaking





Thursday, June 29, 2023

বিমান পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ 2023 | UPSC Junior Translation Officer Recruitment 2023

বিমান পরিবহন দপ্তরে চাকরির সুযোগ | ১৩ই জুলাই পর্যন্ত আবেদন চলবে 

বিমান পরিবহন দপ্তরে চাকরির সুযোগ | ১৩ই জুলাই পর্যন্ত আবেদন চলবে
বিমান পরিবহন দপ্তরে নিয়োগ 2023
নমস্কার বন্ধুরা,
ভারত সরকারের অসামরিক বিমান পরিবহন সংস্থার তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মোট ২০৬টি শূন্যপদে জুনিয়র ট্রান্সলেশন অফিসার ও এয়ার সেফটি অফিসার পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার23061201624

  • পদের নামAir Worthiness Officer
  • শূন্যপদ ➯ ৮০ টি। (UR : ৩৬ টি, SC : ৬ টি, ST : ৩ টি, OBC : ২৪ টি, EWS : ১১ টি,।)
  • শিক্ষাগত যোগ্যতা ➯ ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা বা গণিতে স্নাতক ডিগ্রি অথবা বিমান রক্ষণাবেক্ষণ, অ্যারোনটিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।
  • বয়সসীমা ➯ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

  • পদের নামJunior Translation Officer
  • শূন্যপদ ➯ ৮৬ টি। (UR : ২৩ টি, SC : ১৪ টি, ST : ০৯ টি, OBC : ২৮ টি, EWS : ১২ টি,।)
  • শিক্ষাগত যোগ্যতা ➯ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি সহ ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
  • বয়সসীমা ➯ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

  • পদের নামAir Safety Officer
  • শূন্যপদ ➯ ৪০ টি। (UR : ১৮ টি, SC : ০৭ টি, ST : ০৩ টি, OBC : ১৩ টি, EWS : ০৪ টি,।)
  • শিক্ষাগত যোগ্যতা ➯ ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পূর্ণ সময়ের ডিগ্রী থাকতে হবে।
  • বয়সসীমা ➯ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

আবেদন ফি বা মূল্য ➯ তপশিলি জাতিভুক্ত, প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের কোনরকম আবেদন ফি লাগবে না। অন্যান্য প্রার্থীদের এককালীন ২৫ টাকা জমা করতে হবে।

আবেদন পদ্ধতি ➯ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ২৪শে জুন ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ১৩ই জুলাই ২০২৩

এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box